bengali jokesRomantic ShayariShayari

bengali shayari on love | বাংলা শায়ারী

(Last Updated On: March 23, 2023)
bengali shayari on love

 

অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।মাঝে মাঝে স্মরণ করলে,
সম্পর্কটা মিষ্টি হয়।

আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।

 

bangla shayari image

 

bangla shayari love

 

“নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি তুমি আমায় ভুলে গেলে ভুলবো না আমি অনেক ভালোবাসা আসবে যাবে জীবন পাঠশালায় আমার নামটা লিখে রেখো সবার নামের তলায় ।”

 

বাংলা শায়ারী

 

“ফুলকে নয় ভালোবাসো তার সুভাস, গান কে নয় ভালোবাসো তার কথা, পাখি কে নয় ভালোবাসো তার সূর, মানুষকে নয় ভালোবাসো তার মন, তাহলেই তুমি বুঝতে পারবে কে তোমায় ভালোবাসে সারাক্ষন ।”

 

bangla image shayari

 

bangla shayari photo

 

রূপ কোথার রানী তুমি ,
২ নয়নের আলো সারা জীবন এমন করে বেশে যাবো ভালো ।
তুমি আমার জীবন মরন,আমার চলার সাথি।
তমাক ছারা ১ লা আমি কি করে থাকি ?
চোখ খুলি বা বন্ধ করিতুমি ই ভেসে আসো!
মেয়ে তুমি আমায় কিএমনি ভালবাসো?

 

bangla quote image

bangla shayari romantic

 

বিধাতার সুখের নিরে হোক তোমার বসবাস ।
স্বপ্ন গুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস ।
ইসছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো।
মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত।
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে ,
মন খারাপ এর দিন গুলো দাও উরিয়ে অই আঁকাশের নীড়ে।
অসীম শুখ বয়ে আনুক আসুক তোমার জীবন জুড়ে

 

 

bangla image sms

 

bangla shayari image

 

গ্রীষ্মের ফুলগুলি , ভালোবাসার অঞ্জলি ।শরৎ এর গীতালি , হেমন্তের মিতালী ।শিতের পিঠাপুলি ,বসন্তের ফুল-কলি ,এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি
মুখে তোমার দীপ্ত হাঁসি ফুল ফুটুক রাসি রাসি ।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাঁসে তেমন করে বন্ধু তোমার ,
জীবন যেন সুখের সাগরে ভাসে

 

bangla image shayari

 

কাঁদছি আমি মনে মনে , হাসছি শুধু মুখে .. ‘
হাসি দেখে সবাই বলে , ।
আছিস বড় সুখে ..’
জিজ্ঞেস করে সবাই আমায় , , তুই কেন এত সুখি ?
কি করে বলবাে তাদের ,সত্যিই যে আমি দুখি .
কেউ বা আবার পাগল বলে , ‘ কেউ বা অন্য কিছু
কিছুই আমার বলার নেই নীরব থাকি শুধু

Martin Dumav

Hi! I am a passionate writer with expertise in various niches, including technology, entertainment, lifestyle, and current events. My background is in journalism and I have a sharp eye for the latest trends and breaking news in the entertainment world. With my quick wit and engaging writing style, I bring a fresh and exciting perspective to my audience.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button