bangali jokes | বাংলা জোকস

2
bengali jokes with image
bengali jokes with image

funny jokes bengali

শিক্ষক ক্লাশে পড়াচ্ছেন এক ছাত্র হঠাৎ দাড়িয়ে বলল.. ছাত্র : স্যার স্যার মুতব! স্যার : যা, তাড়াতাড়ি আসবি যত্তসব। একটু পর আবার অন্য একজন ছাত্র দাড়িয়ে বলল… ছাত্র : স্যার মুতব!! স্যার রেগে গিয়ে : 'এই, তোদের মুখ দিয়ে কি প্রসাব বের হয় না?' ছাত্র : না স্যার, আপনার বের হয়?  

420 bengali jokes

শিক্ষকঃ মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশ বৃদ্ধি রোধ করতে হবে। ছাত্র:হা হা হা হি হি হি হ শিক্ষক: হাসির কি হলো? ছাত্র: স্যার এতো ছোট বেলুন বানাবেন ক্যামনে!!!  

bengali jokes king

প্রেমিকঃ  বল তো,ভালবাসার ওজন কত?
প্রেমিকাঃ  কত?
প্রেমিকঃ  ৮০ কেজি।
প্রেমিকাঃ  কিভাবে?
প্রেমিকঃ  আরে, ভালবাসতে ত তো ‘দুই মন’ লাগে!
প্রেমিকাঃ  অহ অ!!!!!!!!         

bangla hasir jokes

স্যারঃ কিরে মন খারাপ কেন?
ছাত্রঃ স্যার কই নাতো।
স্যারঃ আরে লজ্জা পাওয়ার কি আছে বন্ধু ভেবে বলে ফেল।
ছাত্রঃ আর বলিস না দোস্ত। তোর মেয়েটা আমাকে আর আগের মতো ভালবাসেনা। লও ঠ্যালা!            

bengali mojar jokes

শিক্ষক: পড়া না পারলে তোদের মাথার সব চুল ছিড়ে নিবো.. ছাএ: তাই তো বলি আপনার মাথায় কোনো চুল নেই কেন!! 

new bengali jokes

ছাত্র : স্যার একটি কথা বলবো?
স্যার : কি বলবে বলো?
ছাত্র : আমার খুব লজ্জা লাগছে
স্যার : লজ্জার কি আছে বল?
ছাত্র : আস্তে বলব না জোরে বলব স্যার?
স্যার : আরে বেটা যা বলবি জোরে বল সবাই শুনুক
ছাত্র : চিত্কার করে বলে-স্যার আপনার পেন্টের চেইন খোলা |
স্যার : হারামজাদা আস্তে ক

bengali jokes with image

জেলার : তোমার শেষ ইচ্ছে কী?
আসামি : আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই।
জেলার : তাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি?
আসামি : না, তৃপ্তি পাব না। তবে ওর হাতের রান্না খেলেই মরতে ইচ্ছে হবে আমার।

bengali jokes sms

জজ সাহেবঃ যখন এই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল তখন কি তুমি সেখানে উপস্থিত ছিলে?
সাক্ষীঃ জী হ্যাঁ।
জজ সাহেবঃ তোমার এই ঝগড়া থেকে কি ধারনা হলো?
সাক্ষীঃ হুজুর আমি জীবনেও বিয়ে করব না ।

एक टिप्पणी भेजें

2टिप्पणियाँ
एक टिप्पणी भेजें